বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পরিষদ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১১ টায় উপজেলা থেকে একটি শোক র্যালী বেড় হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান খান শাওন সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী,ওসি রাজু আহম্মেদ, ডাঃ মাছুম, বীরমুক্তিযোদ্ধা দবির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিছবাউদ্দিন। Related posts:পাহাড়পুরে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনবীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে মোক্তাদির চৌধুরী এম পি র শোক প্রকাশআজ ছাএলীগ নেতা পার্থ প্রতীম আচার্য এর ২৪তম মৃত্যু বার্ষিকী Post Views: ৪৬ SHARES আন্তর্জাতিক বিষয়: