বিজয়নগরে রাতের অন্ধকারে ২ দোকানে দুর্ধর্ষ চুরি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩ বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মার্কেটে এ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, রাত ২ টার দিকে ১০/১৫ জনের ডাকাতরা মাকের্টে হানা দেয় । এ সময় মার্টেকে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী নুর মিয়া (৬০) কে বেঁধে ফেলে। তখন নুর মিয়া ডাকাতদের সাথে জোড়াজোড়ি করতে গেলে ডাকাতরা তাকে ঘুষি মেরে তার একটি দাঁত ফেলে দেয়। পরে নুর মিয়াকে বেধে দোকানের তালা কেটে ডাকাতরা মেসার্স আল মদিনা ব্যাটারি এন্ড আইপিএস দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের মালিক মনিরুল ইসলাম মনির দোকানে ঘুমন্ত অবস্থা থাকায় তাকে মারধোর করে তাকেও বেঁধে দোকানে মালামাল ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দলেরা। এ সময় ডাকাতদল মনিরের পাশের দোকানদার জহিরুল ইসলামের দোকানের তালা ভেঙ্গে পুরাতন ব্যাটারী ও যন্ত্রপাতি নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আত্বচিৎকারের পর আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। Related posts:হেফাজতের ৩১৩ অর্থদাতা চিহ্নিত, মামুনুলের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা’বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাবেশজেলা প্রশাসক সামনে জাতীয় সংগীত পারলেন না শিক্ষক বেতন স্থগিত Post Views: ১২৭ SHARES আইন-আদালত বিষয়: