ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ পৌর করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কূদ্দুস। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৫ হাজার টাকা প্রদান এবং ১০জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা জানানো হয় Related posts:অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণবীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসশিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে স্থানীয় পত্রিকার সম্পাদক আটক Post Views: ৪৬ SHARES আন্তর্জাতিক বিষয়: