কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল মিশিয়ে নকল মশলা! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩ বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় কেমিক্যাল ও রং মিশিয়ে মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুধ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪১) কে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে, কারাগারে প্রেরণ করা হয়েছে। ১১ই জুলাই মঙ্গলবার সাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অবৈধ উপায়ে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদের রং এর মত নকল মশলা উৎপাদনে উক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কার দন্ড প্রদান করে অপরাধীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা সদস্যরা সহযোগিতা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, আপনাদের আশেপাশে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আমাদের জানান। সচেতনতা সৃষ্টি করুন। নিরাপদ খাদ্য গ্রহণ করুন। খাদ্য ভেজালে কোনরকম ছাড় নেই, এ অভিযান অব্যাহত থাকবে। Related posts:বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম এর মৃত্যুতে মোক্তাদির চৌধুরীর শোক প্রকাশমুকুন্দপুর যুদ্ধে সাইদ আহমেদ বীর প্রতীকবিজয়নগরের কৃতি সন্তান সেলিম চৌধুরীর মৃত্যুতে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর শোক Post Views: ৯৯ SHARES আইন-আদালত বিষয়: