বিজয়নগর এর সার যাচ্ছিল আশুগঞ্জ আটক করল জনতা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে আশুগঞ্জে নিয়ে যাওয়ার সময় সোমবার দুপুরে সার ভর্তি পিকআপ আটক করেছে জনতা। পরে সংশ্লিষ্টদের খবর দিলে সারগুলো জব্দ করা হয়। পিকআপ ভ্যানে ৫০ কেজি ওজনের ৬০টি বস্তায় মোট তিন হাজার কেজি সার রয়েছে। এ সময় পাচার কাজে জড়িত সজিব মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ আল সাদি বিজয়নগর নিউজ কে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় একটি পিকআপ আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারেন সরাগুলো আশুগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে এসব সার বিজয়নগর থানায় নিয়ে আসা হয়। নিয়ম অনুসারে এক উপজেলার জন্য বরাদ্দকৃত সার আরেক উপজেলায় নেওয়া যায় না।এক প্রশ্নের জবাবে তিনি জানান, জব্দ করা সার চরইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে আনা হয়। এ বিষয়ে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। আটক হওয়া ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে Related posts:বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন পত্র বাতিলযুক্তরাজ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণানৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ::আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির Post Views: ১৩২ SHARES আন্তর্জাতিক বিষয়: