কসবায় বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের সীমান্ত পিলার-২০৩৪/৪/এস এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক আহসান উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের নূর আলী ভূঁইয়ার ছেলে আরজাল আলী ভূঁইয়া (৫৪) এবং লোকমান ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেন ভূঁইয়া (৪০)। এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘সকালে ধ্বজনগর গ্রামের সীমান্তের কাছে গরু নিয়ে যান দুই বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে গ্রামবাসীকে বাধা দেয়। বাংলাদেশে প্রবেশ করে বাধা দেওয়ার কারণ জানতে চান গ্রামবাসী। এ নিয়ে বিএসএফের সঙ্গে গ্রামবাসীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুই কৃষক আহত হন।’ বিজিবি কর্মকর্তা আশিক আহসান উল্লাহ বলেন, ‘ওই দুই কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে গুলিবিদ্ধ দুই কৃষক আশঙ্কামুক্ত।’ বিষয়টি নিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ করে আশিক আহসান বলেন, ‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বিজিবি। তাদের কাছে গুলি ছোড়ার কারণ জানতে চেয়েছি আমরা।’ Related posts:বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিতনাড়ী নির্যাতন মামলায় ওসি সালাউদ্দীন কারাগারে Post Views: ৫৮ SHARES জাতীয় বিষয়: