বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আতিক মিয়া-(৩৬) একজন নিহত হয়েছেন।সোমবার (০৫ জুন) বিকেল ৫ টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানজানা যায়,গত রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আতিক মিয়ার সাথে একই গ্রামের মৃত ওসমান খাঁ এর ছেলে জামাল খাঁ ও তার ভাইদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের মধ্যে আতিক মিয়াকে গুরুতর আহতাবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে গতকাল সোমবার বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আতিক ও জামাল খাঁ এর ভাইদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়।এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিমল কর্মকার জানান, ঘটনাটি শুনেছি। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:বিজয়নগরে তানবীর ভূঞার রহস্যময় জিডি,জানেনা দলীয় সিনিয়র নেতৃত্বব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীর পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনমাঠ চষে বেড়াচ্ছেন নৌকা মার্কার সমর্থনে উপজেলা আওয়ামীলীগ Post Views: ১৫৩ SHARES Uncategorized বিষয়: