কাল রাশেদ খান মেনন এম পি ব্রাহ্মণবাড়িয়া আসছেন যুব মৈত্রীর ষষ্ঠ সম্মেলন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আগামীকাল ৩ জুন ব্রাহ্মণবাড়িয়া আসছেন। ঐ দিন সকাল ১০ টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ যুব মৈত্রীর ষষ্ঠ জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সম্মেলন উদ্বোধন করবেন যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, যুব মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস দাস, যুব মৈত্রীর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রুবেল। সভাপতিত্ব করবেন জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাড. মোহাম্মদ নাসির। সঞ্চালনা করবেন জেলা যুব মৈত্রীর সদস্য সচিব সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ।
বক্তব্য রাখবেন, জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. নজরুল ইসলাম, বাংলাদেশ নারী মুক্তি সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার, ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সভাপতি কমরেড মো. নাসির মিয়া, ওয়ার্কার্স পার্টির বিজয়নগর উপজেলা কমিটি সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, ওয়ার্কার্স পার্টির সরাইল উপজেলা কমিটির সভাপতি কমরেড আমিনুল ইসলাম বকুল, ওয়ার্কার্স পার্টির আশুগঞ্জ উপজেলা কমিটি সাধারণ সম্পাদক কমরেড দ্বীজেন ঘোষ, রিকশা শ্রমিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শামসুল আলম, ওয়ার্কার্স পার্টির সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আল আমিন, যুব মৈত্রীর জেলা কমিটির সদস্য অ্যাড. মো. বাছির মিয়া, ছাত্র মৈত্রীর জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসির।