বিজয়নগর বাসীকে জাতি ধর্ম নির্বিশেষে রাজীব বনিকের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

বিজয়নগর উপজেলা হরষপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজীব চন্দ্র বণিক রাজু বনিক হরষপুর ইউনিয়নসহ বিজয়নগর বাসীকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের দারিদ্র বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।’
ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায়