বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মত ও পথ’ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।। বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী আমৃত্যু দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মোকতাদির চৌধুরী আরও বলেন, ‘দেশপ্রেমিক ও বাঙালির জাতীয় সূর্য সন্তান’ ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদটি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকেও গভীরভাবে শোকাহত করেছে। মহান সৃষ্টিকর্তার নিকট আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্ম নেওয়া জাফরুল্লাহ চৌধুরীর বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টার দা সূর্যসেন। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ডা. জাফরুল্লাহ ছিলেন একজন ভাস্কুলার সার্জন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালের ওষুধনীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে, ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল জাফরুল্লাহ চৌধুরীর। যুক্তরাজ্যে অবস্থানরত চিকিৎসকদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করা, হাসপাতালের জন্য ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল। যাঁদের আগে কোনো প্রশিক্ষণ ছিল না, এমন নারীরা কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েই হাসপাতালে সেবার কাজ করেছিলেন। বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সেই অভিজ্ঞতা জাফরুল্লাহ চৌধুরী কাজে লাগিয়েছিলেন ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে। Related posts:সরাইল প্রেসক্লাব নির্বাচন সভাপতি আইয়ুব, সম্পাদক মাহবুব নির্বাচিতব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মোকতাদির চৌধুরী এমপির শোকবিজয়নগরে হরষপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাহিদ খান এর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ Post Views: ৪৪ SHARES আন্তর্জাতিক বিষয়: