চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩ জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফী বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় বড় ভাই আমাদের মাঝে আর নাই।’ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু হয়েছে। বিশিষ্ট এ নাগরিকের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফী বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় বড় ভাই আমাদের মাঝে আর নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ‘আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ নিবেদন, আপনারা তার জন্য প্রাণভরে দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আমিন।’ এর আগে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু জানান, রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যু হয় জাফরুল্লাহ চৌধুরীর। Related posts:বিজয়নগরে বঙ্গমাতার জন্ম দিবস উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণকুয়েতপ্রবাসী সাংবাদিক মো হেবজু মিয়া মানবিক সাহায্য বিতরনঈদে ৪ জেলায় যাতায়াত বন্ধে চিঠি Post Views: ৪৫ SHARES আন্তর্জাতিক বিষয়: