শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৩ পদকে ভূষিত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপি কে সংবর্ধিত

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামবাসীর উদ্যোগে গুনীজনদের সংবর্ধনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কিত বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, আইসিডিডিআরবির মানব সম্পদ ব্যবস্থাপা বিভাগের প্রধান, পিএইচডি গবেষক মো. মোশাররফ হোসেন এবং
বিশিষ্ট কৃষিবিদ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল
সায়েন্স অনুষদ এর সাবেক ডিন, প্রফেসর ড. মোহন মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৩ পদকে ভূষিত হওয়ায় যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রফেসর ড. দেলোয়ার হোসেন
অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ বিএনপি থেকে কয়েক শত নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দান করায় জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি তাদের
ফুল দিয়ে বরণ করেন।