রিয়াজ উদ্দিন জামি আর নেই প্রেসক্লাব বিজয়নগরের শোক প্রকাশ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩

প্রেসক্লাবের সভাপতি চ্যানেল ২৪ ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। রেখে গেছেন দুই ছেলে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী।

পরিবারের সদস্যরা জানান, মরদেহ ভারত থেকে আসার পর পারিবারিক সিদ্ধান্তে জানাযা নামাজের সময় নির্ধারণ জানানো হবে। এ দিকে তার মৃত্যুর সংবাদ শুনে সহকর্মীরাসহ প্রতিবেশীরা সমবেদনা জানাতে আসেন তার বাড়িতে।

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন জামি দীর্ঘ ৬ মাস ধরে ক্যান্সার রোগের চিকিৎসা নিচ্ছিলেন।এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু শোক বিবৃতিতে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন