এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড, ২০২২’- আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে সম্মাননা গ্রহণ”। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩ এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড, ২০২২’- আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে সম্মাননা গ্রহণ”। জমকালো এক আয়োজনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড, ২০২২’। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে হেদায়েতুল আজিজ মুন্না ৫ই মার্চ ২০২৩ তারিখ- রবিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের কল্যাণে অবদান রাখা গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের #মাননীয়মন্ত্রীজনাব_মোঃ আনিসুল হক। সভাপতিত্ব করেন এটিএন বাংলা- এর সিনিয়র উপদেষ্টা জনাব নওয়াজীশ খান। যারা সম্মাননা পেলেন-০১) ক্যাটাগরিঃ বন, পরিবেশ ও জলবায়ু উন্নয়নে বিশেষ অবদান🔻মো. শাহাব উদ্দিন,এমপিমাননীয় মন্ত্রীপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২)ক্যাটাগরিঃ সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়নে বিদেশী রাস্ট্রদূতের বিশেষ অবদান।🔻হাজি হারিস বিন ওসমানহাই কমিশনার, হাই কমিশন অব ব্রুনাই দারুসসালাম। ০৩) ক্যাটাগরিঃ মানব কল্যাণে বিশেষ অবদান🔻ভ্যালারি এন টেলরপ্রতিষ্ঠাতা, সিআরপি ০৪) ক্যাটাগরিঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান🔻অধ্যাপক মোঃ নুরুল আলম, পিএইচডিউপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ০৫) ক্যাটাগরিঃ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদান🔻মোঃ কামরুল হাসান এনডিসিসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ০৬) ক্যাটাগরিঃ স্বাস্থ্য খাতে বিশেষ অবদান🔻অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারসাবেক প্রো-ভিসি, বঙ্গবন্ধু শখে মুজবি মডেকিলে বশ্বিবদ্যিালয়, ঢাকা। ০৭) ক্যাটাগরিঃ সমাজ সেবায় বিশেষ অবদান🔻মোঃ মাহফুজুর রহমানবিশিষ্ট সমাজ সেবক ০৮) মিডিয়ায় বিশেষ অবদান🔻রামেন্দু মজুমদারবিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ০৯) ক্যাটাগরিঃ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন🔻আনোয়ারুল আবেদীন খান তুহিনসংসদ সদস্য, ১৫৪ ময়মনসিংহ-৯সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । ১০) ক্যাটাগরিঃ গ্রামীণ যোগাযোগ উন্নয়নে বিশেষ অবদানগ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প।🔻মোঃ মিজানুর রহমান।মহাপরিচালক , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১১) ক্যাটাগরিঃ “মানবিক পুলিশ অফিসার”🔻মোঃ মিজানুর রহমান পিপিএম-বারউপ-পুলিশ মহাপরিদর্শকনৌ পুলিশ, বাংলাদেশ পুলিশ। ১২) ক্যাটাগরিঃ শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদান🔻ড. অগাস্টিন ক্রুজশিক্ষাবিদ ও কবি আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে ছিলো লিও আইসিটি কেবলস লিঃ এবং ইভেন্ট পার্টনার প্রপার সলিউশন্স। অনুষ্ঠানটি পরিকল্পনা করেন জনপ্রিয় অনুষ্ঠান ‘উন্নয়নে বাংলাদেশ’ এর উপস্থাপক মোঃ মানসুরুল হক, পরিচালনা করেন মোঃ মোশতাক হোসেন মাশুক, সমন্বয়ে হেদায়েতুল আজিজ মুন্না , সাইমন হোসাইন সাইফ ও সাঈদ সারওয়ার সাদী। উল্লেখ্য যে, মোঃ মানসুরুল হক ও শ্রাবণ্য তৌহিদার নান্দনিক উপস্থাপনায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবং কণা। নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী শখ, বিশিষ্ট নৃত্যশিল্পী সোহেল এবং স্মিতা দে। Related posts:বিজয়নগরে ভূমি অফিস উদ্ভোধনবিজয়নগরে শেখ হাসিনা সড়ক পাকা করনের জন্য ১০কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দআজ মুকুন্দপুর মুক্ত দিবস Post Views: ১১৪ SHARES আন্তর্জাতিক বিষয়: