ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণবরন অনুষ্ঠান। শনিবার (০৪ মার্চ) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন।ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলামের সভাপতিত্বে পিঠা উৎসব ও নবীণবরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।পিঠা উৎসবের আয়োজকরা বলেন, আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য হচ্ছে পিঠা। এক সময় বাংলার ঘরে ঘরে শীতকালে পিঠা বানানোর ধুম পড়তো। কিন্তু আজ এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটাকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। নবীণরা যাতে এই সংঙ্কৃতিকে লালন করে আগামী প্রজন্মের কাছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। পিঠা উৎসবে ২০ টি স্টলে প্রায় শতাধিক প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালেক কোন, নারিকেল, পাক্কন, রেশমী, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, হৃদয় হরণ, বেনী, চন্দ্রপুলী, চিংড়ী পিঠা, মুখ চাহনি ইত্যাদি। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। Related posts:মুসা স্যার মরহুমের মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগর শোকপ্রকাশআজ শোকাবহ জেলহত্যা দিবস।বিজয়নগরে দু’টি রিভলবার ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক Post Views: ৫২ SHARES আন্তর্জাতিক বিষয়: