ব্রাহ্মণবাড়িয়া পিস্তলসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার সদর উপজেলার উজানিসার থেকে একটি বিদেশী পিস্তলসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার রাতে অভিযানে অস্ত্রসহ আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার ফিরোজ মিয়া (৩৪), মোহন মিয়া (৩৫) ও জেলার কসবা মরাপুকুর পাড় এলাকার মো: সাজ্জাদ হোসেন (৩০)। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।