মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় মোকতাদির চৌধুরী এমপিকে প্রেস ক্লাব বিজয়নগর এর অভিনন্দন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায়মোকতাদির চৌধুরী এমপিকে প্রেস ক্লাব বিজয়নগর অভিনন্দন। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রেস ক্লাব বিজয়নগর পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় সমিতির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির এ অর্জনে ব্রহ্মণবাড়িয়াবাসী গর্বিত। বিবৃতিতে আরও বলা হয় জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বরাবরই ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জল করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রেখে সম্মানিত হয়েছেন, আমাদেরকেও সম্মানিত করেছেন। উল্লেখ্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৩ পদকে ভূষিত হয়েছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ‘আমার আশা ফাউন্ডেশন ও ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৩, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাঁকে এই পদকে ভূষিত করা হয়। Related posts:ইতিহাসের এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, , শিল্প কারখানা, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ ...কিংবদন্তি বিপ্লবী, লেখক-সংগঠক উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন প্রয়ান দিবসনেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে গঠিত মুখার্জী কমিশনের প্রধান বিচারপতি মনোজ কুমার মু... Post Views: ১০১ SHARES আন্তর্জাতিক বিষয়: