বিজয়নগর উপজেলায় উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে সোমবার ভাষা শহীদদের স্মরণে বিজয়নগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রেসক্লাব বিজয়নগর সহ প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আজ সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিআইএইচএস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন এর পরিচালনায়অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুম উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরেরকর্মকর্তা আরিফুল ইসলাম বিজয়নগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ভূইয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী উপজেলা সাতটা সেবক লীগের সভাপতি সুনির্মল সাহা ও ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমেদ সভায় বক্তারাবক্তব্যে ১৯৫২ সালের ভাষা বীরদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে মাতৃভাষার স্বীকৃতি। সভাশেষে দোয়া মাহফিল অসুবিধা হয় উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন Related posts:বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় পতাকা হাতে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শপথ পাঠহেফাজত তাণ্ডব: সাজিদুর-মোবারকসহ সকল অপরাধীকে গ্রেপ্তার দাবিতে গণস্বাক্ষরসাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন Post Views: ৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: