বিজয়নগরে বীর নিবাস হস্তান্তর

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ৭৪জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস‘ হস্তান্তর করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এসব বীর নিবাস নির্মান করে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধন করে।

এর মধ্য দিয়ে বিজয়নগর উপজেলার ৭৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।
বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইস ইরফান উদ্দীন আহমেদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভূইয়া প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন

বীর নিবাস পাওয়া অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা বলেন, কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে ‘বীর নিবাস‘ করে দিয়েছেন। এর চেয়ে সুখের কি হতে পারে।

উপজেলায় ৭৪ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার অনুকুলে বীর নিবাস নির্মাণ কাজ শুরু করে। ইতিমধ্যে ১৬টি বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের কাঝে হস্তাস্তর করা হলো। নির্মাণ কাজ শেষ হলে অন্যদেরও বাড়ি হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইস ইরফান উদ্দীন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বদিচ্ছায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। সরকারের করে দেয়া বীর নিবাস বিক্রি বা হস্তান্তর করা যাবেনা উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।