সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উবায়দুল মোকতাদিরের জন্মদিন পালন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

ব্যাপক আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৭৩তম জন্মদিন পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া শতকুঁড়ি পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুরা।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া অবকাশ এলাকায় তার জন্মদিন পালন করা হয়।
নিজের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।