মতিলাল সরকার মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ ————–বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিজয় নগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মতিলাল সরকার অদ্য ১৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ বুধবার রাত সাড়ে নয়টায় ইহলোক ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করেছেন(দহেহং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স্বঃগচ্ছতু)তার মৃত্যুতে বিজয় নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। Related posts:বিজয়নগরে ১০ টাকা কেজি চালের ১৪ বস্তা চাল আটকব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার।ডক্টর আশরাফুল আলম মাগুরা জেলা প্রশাসক নিয়োগ Post Views: ৩৩ SHARES জাতীয় বিষয়: