মতিলাল সরকার মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ ————–বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিজয় নগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মতিলাল সরকার অদ্য ১৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ বুধবার রাত সাড়ে নয়টায় ইহলোক ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করেছেন(দহেহং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স্বঃগচ্ছতু)তার মৃত্যুতে বিজয় নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। Related posts:ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেনরাজাকার নেই ব্রাহ্মণবাড়িয়ায়! খাগড়াছড়ি-বান্দরবানের তালিকাও শূন্যব্রাহ্মনবাড়ীয়া দেশ বরেন্য আলেমশায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী আর নেই Post Views: ৩৬১ SHARES জাতীয় বিষয়: