ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

বিজয়নগর নিউজ । ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
ওই তিন আইনজীবী হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগে এই রুল দেওয়া হয়েছ
তিন আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদেরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। সুএ ইত্তেফাক অনলাইন ডেস্ক