সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

গত ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক বিজয়নগর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভূপেষ চৌধুরী গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয়নগর মুক্তিযুদ্ধ উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মৃণাল চৌধুরী লিটন
ইতিপূর্বে মৃণাল চৌধুরী লিটন এর পিতা ভূপেশ চন্দ্র চৌধুরী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন
সভায় বক্তারা বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে কমিটির সভাপতি গঠন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্কুলে উপস্থিত শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্যদের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সকলের
বিদ্যালয়ের সকলের নিকট কৃতজ্ঞতা জানান
নবনির্বাচিত সভাপতি মৃনাল চৌধুরী লিটন তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, কর্তৃপক্ষ আমাকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবার্চিত করেছেন। এজন্য কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি।