বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে বিজয়নগর উপজেলা প্রশাসন এর নির্বাহী কর্মকর্তা এ এইস ইরফান উদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এর কর্মসূচি শুরু হয় পুষ্পস্তবকের অর্পণের পর পরই উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইস ইরফানউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দবির উদ্দিন আহমেদ প্রেসক্লাব বিজয়নগরে সভাপতি মৃণাল চৌধুরী লিটন পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমূখ
পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় হত্যার শিকার শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলান মেজবাউদ্দিন । মোনাজাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের , শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘৃণ্য হত্যাকান্ড সংগঠিত হয়। এদিন মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তাানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর সারা দেশের বিভিন্ন স্থানের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।