মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিজয়নগর মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভা রানী মজুমদার সহকারী শিক্ষক শিব্বির আহমেদ রিংকু মল্লিক প্রমূখ বক্তারা
১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘৃণ্য হত্যাকান্ড সংগঠিত হয়। এদিন মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তাানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর সারা দেশের বিভিন্ন স্থানের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।