মহিলা লীগের সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শিলা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২ মহিলা আওয়ামী লীগের সভাপতি হলেন মেহের আফরোজ চুমকি আর সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সংগঠনের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বিকেল ৫টার দিকে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এখন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহান আরার নাম ঘোষণা করা হয়েছে। মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক দিপ্তি আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম, আর সাধারণ সম্পাদক পারুল আক্তার। Related posts:বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিতহুমায়ুন আহমেদ এর জন্মদিনে আজবেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল এর উদ্ভোধন Post Views: ২৭ SHARES জাতীয় বিষয়: