বিজয়নগরে জেল হত্যা দিবস পালন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

বিজয়নগর উপজেলার আওয়ামী লীগ জেল হত্যা দিবস পালন করেছে

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঈীর মৃরধা সাংগঠনিক সম্পাদক মৃনাল চৌধুরী লিটন দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী রাসেল খান

এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি জাতির পিতা ও তার পরিবার, জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে সেই শক্তি এখনো ওৎ পেতে আছে। তারা বারে বারে দেশের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন