ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের এ দল বনাম বি দলের মধ্যে প্রস্তুতি ম্যাচে ১৮ রানে জয় পায় বি দল। ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রস্তুতি ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য সেরা একাদশ বাছাইয়ের লক্ষ্যে এ প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়রা এ প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছেন। প্রস্তুতি ম্যাচ উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের সহযোগিতায় সরকার সব সময় পাশে ছিল এবং থাকবে। অনুষ্ঠানে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে বি দল। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়। আর তাতেই ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বি দল। Related posts:আমাজন পোড়ার নেপথ্যে সোনা?শেখ হাসিনা সরকার ফুটবলকে তৃর্ণমুল পর্যায় থেকে ঢেলে সাজাতে কাজ করছেবিজয়নগরে ইউএনও হিসেবে আসছেন ইরফান,সাজেদুলের আদেশ বাতিল Post Views: ৫৮ SHARES আন্তর্জাতিক বিষয়: