বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি শোক

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,
ঢাকা-এর দপ্তর সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম
ইন্তেকাল করেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাধীন শাহ্পুর গ্রামের কৃতি সন্তান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অবঃ), বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭২) শুক্রবার (১৪ অক্টোবর) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর নবীনগরের শাহপুর নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।
শুক্রবার সংগঠনটির পক্ষে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।