ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এমপি মোকতাদির চৌধুরী

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে,,,,,,, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। রবিবার (২অক্টোবর) সন্ধ্যার পৌরসভার কালাশ্রীপাড়াসহ বিভিন্ন মন্দির পরিদর্শনে সনাতন সম্প্রদায়ের খোঁজ নেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন দেশে এবং প্রবাসে অবস্থানকারী সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন। বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। পরিদর্শন শেষে এমপি মোকতাদির চৌধুরী বলেন, সরকার দুর্গা পূজাকে শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যে কারণে প্রতিবছরই পূজা মন্দিরের সংখ্যা বেড়েই চলছে। আমরা এই উৎসবকে সার্বজনীন হিসেবে নিয়েছি বলেই হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসবটি পালন করে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানান