বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত ২ আহত ১০ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ত্রিমুখী যানের সংঘর্ষে দু’জন নিহত ও আহত হয়েছেন ১০ জন।আজ রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিকে বিজয়নগর উপজেলার শশুই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ২ সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক (৩১)। তারা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসের ১০জন আহত হন।পুলিশ জানায়, শশই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে দুজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। একই সময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে দূর্ঘটনা কবলিত ট্রাকের সংঘর্ষ হয়। এই ঘটনায় মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসছিলেন।খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে Related posts:নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির নেতা রেজুওয়ান আহমেদ আর নেইমনোনয়নপত্র জমা দিলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীবিজয়নগরে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ১২১ SHARES জাতীয় বিষয়: