মসজিদের ভেতরে রাখা জুতার বাক্সে মিলল নবজাতক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ বিজয়নগর নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে এক মসজিদের ভেতরে রাখা জুতার বাক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এশার নামাজের পর পৌর এলাকার ওসমানী সড়কের বায়তুন নূর জামে মসজিদের ভেতর জুতার বক্স থেকে নবজাতকে উদ্ধার করে পুলিশ। ওই নবজাতকের বয়স আনুমানিক তিন দিন বলে জানা গেছে। তাকে উদ্ধারের পর পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর কাছে রেখেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটি কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে। কে বা কারা নবজাতকে মসজিদে রাখল তা জানার চেষ্টা চলছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাইসলামপুর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে নবীণবরন অনুষ্ঠানকরোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি Post Views: ৮৮ SHARES জাতীয় বিষয়: নবজাতকমসজিদহবিগঞ্জ