আশুগঞ্জ-নবীনগরের ইউএনও দুই পার্বত্য জেলায় বদলী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক’কে বদলী করা হয়েছে। অরবিন্দ বিশ্বাসকে বান্দরবান পার্বত্য জেলা আলীকদম ও একরামুল ছিদ্দিক’কে রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলীর আদেশ জারি করা হয়।অপর দুটি প্রজ্ঞাপনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সাহিদা আক্তারকে এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে। এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তাদের বদলী করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে দুজন ইউএনও’কে। Related posts:সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিতগাড়ি চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটকআজিজ আহমেদের ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি Post Views: ১১৯ SHARES আইন-আদালত বিষয়: