বরিশালের এমপি পঙ্কজ দেবনাথকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশালে-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বরিশালের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’ পঙ্কজ দেবনাথকে অব্যাহতির ওই চিঠি পাঠানো হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে। পঙ্কজ দেবনাথ ছাড়াও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের কাছে কপি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’ এ বিষয়ে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে লিখিত জবাব দেয়ার জন্য পঙ্কজ দেবনাথকে বলা হয়েছে। পঙ্কজ দেবনাথ বলেছেন, ‘আমি নোটিশ পেয়েছি। আপাতত এর বেশি বলতে চাই না। পঙ্কজ দেবনাথ বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর বাইরে তিনি দলীয় অন্য কোন পদে ছিলেন না বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। Related posts:বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস৩৩৩ নম্বরে কল করে বিজয়নগরে অসহায় ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদানইউ এন ও এ এইস ইরফান উদ্দিন আহমেদ এর শারদীয় শুভেচ্ছা Post Views: ৬৯ SHARES জাতীয় বিষয়: