কাজী এমদাদুল হক খোকন ৩য়দফায় বই পাঠালেন শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারে

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

সারাদেশের বিভিন্ন শহর উপ শহর,গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পাঠাগারে দুর্দান্ত সব বই দিয়ে যাচ্ছেন অকৃপণভাবে। ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারে ৩য় বারের মত নজরুল রচনা সমগ্র ১৭ খন্ড পাঠিয়েছেন এবং পাঠাগারটি সমৃদ্ধ করেছেন যা বই পিপাসুদের চাহিদা পুরনে অনেক দুর এগিয়ে যাবে নজরুল রচনা সমগ্র ১৭ খন্ড প্রদান করায় শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগার এর সভাপতি প্রেসক্লাব বিজয়নগর এ-র সভাপতি মৃণাল চৌধুরী লিটন তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন

ক্ষয়িষ্ণু ভোগবাদী সমাজের জরাগ্রস্থতা কাটিয়ে তার অভ্যন্তরে আলো জ্বালাতে উনার এই অগ্রণী ভূমিকা আরোও প্রসার লাভ করুক। গণমানুষের ভাবমানসে আরো বেশি দীপ্তিমান হয়ে উঠুন তিনি। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এই বিশ্ব সংসারে মানুষের শ্রেষ্ঠতম সাধনা হলো জ্ঞানের সাধনা। আর এই জ্ঞান সাধনার অন্যতম মাধ্যম হলো বই। একমাত্র বই-ই পারে মানুষকে তার শিকড়ের সন্ধানে যাবার রাস্তা বাতলে দিতে।যিনি বই হাতে জ্ঞানের আলোক মশাল জ্বেলে চলেছেন সারা দেশ জুড়ে,তিনি হলেন কাজী এমদাদুল হক খোকন স্যার।

সারাদেশের বিভিন্ন শহর উপ শহর,গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পাঠাগারে দুর্দান্ত সব বই দিয়ে যাচ্ছেন অকৃপণভাবে। ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারে ৩য় বারের মত নজরুল রচনা সমগ্র ১৭ খন্ড পাঠিয়েছেন এবং পাঠাগারটি সমৃদ্ধ করেছেন যা বই পিপাসুদের চাহিদা পুরনে অনেক দুর এগিয়ে যাবে নজরুল রচনা সমগ্র ১৭ খন্ড প্রদান করায় শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগার এর সভাপতি প্রেসক্লাব বিজয়নগর এ-র সভাপতি মৃণাল চৌধুরী লিটন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন

ক্ষয়িষ্ণু ভোগবাদী সমাজের জরাগ্রস্থতা কাটিয়ে তার অভ্যন্তরে আলো জ্বালাতে উনার এই অগ্রণী ভূমিকা আরোও প্রসার লাভ করুক। গণমানুষের ভাবমানসে আরো বেশি দীপ্তিমান হয়ে উঠুন তিনি। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।