আজ বিপ্লবী ক্ষুদিরাম বসু,র প্রয়ান দিবস বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২২ বিপ্লবী ক্ষুদিরাম বসু, সহস্র রক্তিম অভিবাদন ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তির সিংহ-পুরুষ, অবিভক্ত ভারত-মাতার সূর্যসন্তান ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণের দিন আজ। ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি (বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা) কেশপুর থানার অন্তর্গত মৌবনী (হাবিবপুর) গ্রামে জন্ম হয়েছিল তাঁর। ইংরেজ শাসকগোষ্ঠী ১৯০৮ সালের ১১ আগস্ট তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর ৭ মাস ১১ দিন। ফাঁসির কয়েকদিন আগে ক্ষুদিরামের বিরুদ্ধে তথাকথিত বিচারের রায় ঘোষণাকালে আসামির কাঠগড়ায় স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিলেন তিনি। ফাঁসির আদেশ শুনে মুচকী হাসি দেন। এ সময় ইংরেজ বিচারক তাঁর কাছে হাসির কারণ জানতে চাইলে ক্ষুদিরাম সহাস্যে জবাব দেন- আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে ভয় পাই না। ক্ষুদিরাম বসুকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে কারাগারে নৃশংসভাবে হত্যার পর ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল। অগণিত যুবক মৃত্যুভয় উপেক্ষা করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। প্রয়াণ দিবসে এই মহান দেশপ্রেমিক ও সশস্ত্র বিপ্লবীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও সহস্র রক্তিম অভিবাদন। Related posts:বিভীষিকাময় রক্তাক্ত ২১ আগস্ট – গ্রেনেড হামলা দিবসক্যাসিনো বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে বিধি নিষেধ অমান্য করায় ১৩ মামলা Post Views: ১২৪ SHARES আন্তর্জাতিক বিষয়: