বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল ইউ এন ও ইরফান উদ্দীন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২

বিজয়নগর নিউজ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী, তারুণ্যের প্রতীক ছিলেন শেখ কামাল। প্রধানমন্ত্রীর ছেলে হলেও তার মধ্যে কোনো অহমিকা ছিল না। তিনি ছিলেন মার্জিত, বিনয়ী, বন্ধুবৎসল ও উপকারী। সদ্যস্বাধীন বাংলাদেশের তরুণ সমাজের বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উদ্বুদ্ধকরণে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উপজেলা হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এইস ইরফান উদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত হয় উক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান্যান সাবিএী রানী থানার ভারপাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা মো সাব্বির আহমেদ প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃণাল চৌধুরী লিটন ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল যুবলীগ নেতা ইলিয়াছ সরকার উক্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল খান

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইস ইরফান উদ্দিন আহমেদ ভাষণে বলেন, ‘বহুমাত্রিক প্রতিভার অধিকারী, তারুণ্যের প্রতীক ছিলেন শেখ কামাল। প্রধানমন্ত্রীর ছেলে হলেও তার মধ্যে কোনো অহমিকা ছিল না।

‘তিনি ছিলেন মার্জিত, বিনয়ী, বন্ধুবৎসল ও উপকারী। সদ্যস্বাধীন বাংলাদেশের তরুণ সমাজের বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উদ্বুদ্ধকরণে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।’

শেখ কামাল একজন সৌম্য, সজ্জন ব্যক্তি ছিলেন। সংস্কৃতির বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর এডিসি ছিলেন তিনি।

, ‘শেখ কামালের জন্ম ও কর্মময় জীবন আমাদের কাছে অতুলনীয়। কারণ সততার কষ্টিপাথরে তিনি ছিলেন অনন্য।’

‘শেখ কামাল ছিলেন মুক্তমনা। বঙ্গবন্ধুর সন্তান হওয়ায় স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের নির্মম অত্যাচারের শিকার হন শেখ কামাল।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে শেখ কামাল শহিদ হন।