কাজী এমদাদুল হক খোকনকে শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরীগন পাঠাগারের অভিনন্দন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২ কাজী এমদাদুল হক খোকন, বাংলাদেশের মাটিতে সত্যি’ই বহুগুনে এক অসাধারণ মানুষ এবং সত্যিকারের “বই” প্রেমিক মানুষ।বাংলাদেশের প্রতিটি অঞ্চলের বেশির ভাগ পাঠাগারে তিনি অসংখ্য বই প্রদান করে চলছেন সেই মোতাবেক আজ বিজয়নগর শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গনগ্রন্থাগারে আজ ২৫টি বই পাঠিয়েছেন”এই পাঠাগারে কাজী ইমদাদুল হক কেশহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গনগ্রন্থাগার এর পক্ষ থেকে পাঠাগার এ-র সভাপতি মৃণাল চৌধুরী লিটন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানএ মহান মানুষটি আমাদের পাঠাগার ঘুরে যাবেন একজন বইপ্রেমী নিবেদিত মানুষ যিনি বাংলাদেশের অধিকাংশ পাঠাগারে নিজস্ব অর্থায়নে বই কিনে পাঠাগারসমূহে পাঠিয়ে থাকেন মহান আল্লাহ আপনাকে সর্বক্ষণ সুস্থ ও ভালো রাখুন। Related posts:জাফরুল্লাহ চৌধুরীকে স্বৈরাচারের দোসর বললেন রিজভীকাজী কাইকোবাদের মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগরের শোক প্রকাশধীরেন্দ্রনাথ দওের স্মৃতিচিহ্ন আধাপাকা টিনশেড বাড়িটি অযত্ন-অবহেলায়-অনাদরে পড়ে আছে Post Views: ২২৮ SHARES আন্তর্জাতিক বিষয়: