ফের ঢাবি সিনেট সদস্য মনোনীত উবায়দুল মোকতাদির চৌধুরী এমন পি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাঁকে সিনেট সদস্য মনোনীত করেন। এর আগে ২০১৯ সালের ২৬ মে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হন উবায়দুল মোকতাদির চৌধুরী। একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোকতাদির চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে মোকতাদির চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের পক্ষ থেকে আমাকে পুনরায় যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সচেষ্ট থাকব।’ তিনি এই দায়িত্ব দেওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।১৯৬৯ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস উবায়দুল মোকতাদির চৌধুরী দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন। Related posts:বিজয়নগর মাদক সহ এক ব্যাবসায়ী আটকবিজয়নগরে ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে নির্বাচিতমাদক প্রসারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনকে দায়ী করলেন এমপি মোকতাদির Post Views: ১৩৮ SHARES আন্তর্জাতিক বিষয়: