পাহাড়পুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরোদ্বে হয়রানীর অভিযোগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আওলিয়া বাজার হাট বাজারে চলাচলের সুবিধার্থেই থাকে রাস্তা যেখানে চলবে পথচারী ও বাজারের ব্যাবসায়ী ও যানবাহন। পথচারী তো দূরের কথা যানবাহন নিয়ে যাওয়া দায়। চলতে গেলেই একে অপরে সাথে ধাক্কা লাগে। ফুটপাত বলতে কিছুই নেই। বিভিন্ন সামগ্রীতে ভরে আছে রাস্তার দু‘পাশ। কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় এমন সুযোগটাই গিলে বসেছের ব্যবসায়ীরা। রাস্তগুলো হল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আউলিয়া বাজার চলছে দোকানের সামনের ফুটপাতের জায়গা দখল করে গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আউলিয়া বাজার মাছ পট্টিতে বিডি দাউদ পুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মন্নাফ মিয়া তার একটি জায়গায় দুই রুম বিশিষ্ট দুই তালা বিল্ডিং করেন কিন্তু বিল্ডিং ওঠানামার জন্যে কোন ধরনের পরিকল্পনামাফিক সিঁড়ি ব্যবহার করেননি পরবর্তীতে তিনি মাছ বাজারের রাস্তা দখল করে লোহার রড দিয়ে সিঁড়ি তৈরি করেন এতে বাজারের ব্যবসায়ীরা সরকারি জায়গায় সিঁড়ি ব্যবহার নিষেধ করলে তিনি সকলের বাধা নিষেধ উপেক্ষা করে সিড়ি নির্মাণ করে ফেলেনসিঁড়ি নির্মাণের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে দিনের পর দিন ক্ষতির পরিমাণ বাড়তে থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠান সংকীর্ণ হয়ে যায় তার এহেন কাজে কয়েকজন নিরীহ ব্যবসায়ী প্রতিবাদ করলে তিনি তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদর্শন করে তাই বাজারের ব্যাবসায়ী সেলিম মিয়া নিরুপায় হইয়া ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নিকট শরণাপন্ন হচ্ছি সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছ থেকে কিচেন মার্কেট হয়ে , মেইন রোড, ফল হাটি রোড, রাস্তার দু‘পাশের ব্যবসায়ীরা তাঁদের চাহিদা মত বাড়িয়ে বিভিন্ন সামগ্রী রেখে দখলে করে নিয়েছে। পরিচালনা করছে বিভিন্ন মুদি, সার-কিটনাশক, সবজি ও নিত্য প্রয়োজনীয় দোকান। ছোট যানবহন সাইকেল, মোটরসাইকেল ও রিকশা-ভ্যান নিয়ে চলাচল করা যাচ্ছে না। বাজারের ভিতরে ডাক্তারের চেম্বার, ফার্মেসীতে যেতে পারছে না রোগী ও এম্বুলেন্স। তাঁরা রয়েছেন সবচেয়ে বিপাকে। ব্যবসায়ীদের এমন পরিস্থিতি দেখে সবাই ক্ষিপ্ত। এ বিষয়ে আউলিয়া বাজার ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম মিয়া জানান দীর্ঘদিন যাবত আমি ভাল ভাবেই ব্যবসা করেআসছি। কিন্তু বর্তমানে মন্নাফ মিয়া ভূমিদস্যুদের মত আউলিয়া বাজার ভূমিখেকো হয় আশেপাশের ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখীন করছেন তাই ভুক্তভোগীরা ভূমিখেকো ভূমিখেকো মন্নাফ মিয়ার বিচার দাবি করেন অবিলম্বে তা সরকারি রাস্তা দখল উচ্ছেদ করে সাধারণ মানুষের ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করার জন্য্য আবেদন করছি এ ছাড়াও স্হানীয় ভুমি অফিসের কর্মকর্তা মো ফারুক মিয়া আমার দোকানের সিঁড়িতে একটি ফিজ রেখে ব্যাবসা করছিলাম তিনি আমাকে ফিজটি সড়িয়ে নিতে বলেন নতুবা তিনি দশ হাজার টাকা দাবী করেন আমি তার দাবী না মানায় পরবর্তীতে তিনি পাচ হাজার টাকা চান তাও আমি দিতে অস্বীকার করলে তিনি আমার সিড়ি ভেঈে ফিজ এ-র বাক্সটি নিয়ে যায় আমাকে দেখে নেবে বলে হুমকী দেয় এ বিষয়ে পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাসার এ-র নিকট জানতে চাইলে তিনি বলেন এ বিযয়ে আমি কিছু বলতে পারব না আমি সরকারী চাকুরী করি Related posts:পদ পাননি নওফেল, দিয়েছেন নিজের মতব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোনের বাড়িতে ভাইয়ের আত্মহত্যাএকুশের চেতনা হলো অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা’ Post Views: ১১৪ SHARES আইন-আদালত বিষয়: