প্রবাসী জহিরুল ইসলাম এর ঈদুল আযহা শুভেচ্ছা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২২ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিজয়নগর উপজেলার কৃতি সন্তান জহিরুল ইসলাম ফাউন্ডেশন এর সভাপতি ইউ এ ই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম তিনি বলেন,ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য ত্যাগের মহিমা । পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।শুভেচ্ছা বার্তায় আরো বলেন,প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের কোরবানি ঈদ করতে অনেকটাই কষ্ট হবে। তবুও আপনারা সবাই সামাজিক দুরুত্ব রেখে, আপনাদের নিজ নিজ মসজিদে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করবেন।আপনারা পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিন কে ভুলে গিয়ে, ঈদ-উল আযহা‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি,সকল ভেদাভেদ ভুলে গিয়ে,এই ঈদ এর আনন্দ কে মধুময় করতে, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলুন।ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা । সবাই কে ঈদ মোবারক। Related posts:কাজী এমদাদুল হক খোকনকে শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরীগন পাঠাগারের অভিনন্দনব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার এক মাস জেলা হেফাজতের মুফতি জাকারিয়া খানসহ ১০ জনকে গ্রেপ্তারমুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কামান ও ট্যাংক দুই দেশের সম্মিলিত রাখি বন্ধনের সাক্ষী -- মৃনাল চৌধুরী... Post Views: ৯৮ SHARES আন্তর্জাতিক বিষয়: