কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুন) স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কুদ্দুস মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ শেখ শহিদুল ইসলাম ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, স্কুল এন্ড কলেজের দাতা সদস্য কাজী মারুফুল ইসলাম (রাজ), বিজয়নগর থানা পুলিশের ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ।এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, অভিভাবাক সদস্য আজিজুর রহমান দুলাল, এনায়েত মাস্টার, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।