কসবা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২২ কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হককে সভাপতি ও কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।আজ শনিবার দুপুরে কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১২ এর সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ প্রমুখ। Related posts:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ভূমি অফিসের নায়েব হারুনুর রশিদের দুর্নীতি৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতেজবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম Post Views: ১২৫ SHARES আন্তর্জাতিক বিষয়: