মুক্তিযুদ্ধকালিন আগরতলা শরনার্থী ক্যাম্পের ভলান্টিয়ার চানু চন্দ্র দেব আর নেই…. বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ১, ২০২২ মুক্তিযুদ্ধকালিন আগরতলা শরনার্থী ক্যাম্পের ভলান্টিয়ার শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক চানু চন্দ্র দেব আর নেই….. হবিগঞ্জ জেলার লাথাই ধানার সন্তোষ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক চানু চন্দ্র দেব আজ সকাল ০৬.৭ মিনিটে ৬৯ বছর বয়সে বুড়িশ্বর গ্রামে উনা্ নিজ বাড়িতে পরলোক গমন করেন(দিব্যান লোকান স গচ্চতু) কর্মজীবনে তিনি লাখাই উপজেলার কামাল পুর,ফুলবাড়িয়া, মোড়াকরি এবং সর্বশেষ সন্তোষ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি আগরতলা কুঞ্জবন শরণার্থি ক্যাম্পে ভলান্টিয়ার শিক্ষক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সদালাপী, বন্ধুপ্রিয় ও সৌখিন একজন মানুষ। ম্বর্গীয় চানু চন্দ্র দেবের জন্য উনার পুত্র নাসিরনগর উপজেলাধীন তিলপাড়া সরকারি প্রাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দেব সকলের কাছে পিতার জন্য সকলের কাছে আত্মার সদগতি কামনায় প্রার্থনা করেছেন। Related posts:বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনাবঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারিমেয়র আইভীর বাড়িতে সাংসদ শামীম ওসমান Post Views: ১৩০ SHARES আন্তর্জাতিক বিষয়: