নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদকে আজীবন সদস্য পএ তুলে দেন মৃণাল চৌধুরী লিটন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২ রাজ্জাক ফকির।। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদ নিকট বিজয়নগর উপজেলা শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের আজীবন সদস্য পএ তুলে দেন শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের সভাপতি মৃণাল চৌধুরী লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদবলেন শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। Related posts:উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে ডিসির : জনপ্রশাসন প্রতিমন্ত্রীনাসিরনগরে পাচারের সময় ১৩শ কেজি ভিজিডির চাল জব্দচট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী প্রধ... Post Views: ১৬২ SHARES আন্তর্জাতিক বিষয়: