কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনা হবে

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ২০, ২০২২

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার দেশে আনা হবে। রোববার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

ভাষা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন পেরিয়ে স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ আর বাংলাদেশের নানা ইতিহাসের সাক্ষী আবদুল গাফফার চৌধুরী। স্বাধীনতার পর বেছে নেন প্রবাস জীবন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করেননি নিজেকে কখনও জন্মভূমি থেকে।

বাংলাদেশকে নিয়ে বাংলায় নিয়মিত লিখেছেন। লিখেছেন গল্প-কবিতা-উপন্যাস। করেছেন সাংবাদিকতা। কলাম লেখা ছিল তার পেশা।

কিন্তু অন্য সব পরিচয় ছাপিয়ে তরুণ বেলার একটি কাজের জন্যই বাঙালি আর বাংলাদেশের সঙ্গে অনন্তকাল জড়িয়ে থাকবেন তিনি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সেই গান এখন উচ্চারণ হয় বিশ্বজুড়ে।

ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। ৮৮ বছর বয়সে এসে লন্ডনের বার্নেট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ বাদ জুমা লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার প্রথম জানাযা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার মরদেহ আনা হবে ঢাকায়। ভাষা শহীদদের নিয়ে লেখা অমর গানের এই রূপকাররের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোববার নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফর করা হবে।

আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো ও বঙ্গবন্ধু পুরস্কারসহ দেশি ও বিদেশী নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কালজয়ী সেই গান আর নানা লেখার মাধ্যমে যুগ যুগান্তর বেঁচে থাকবেন আবদুল গাফফার চৌধুরী।