প্রয়াত সাংবাদিক কাজী শরীফ উদ্দিনের স্বরণে আলোচনা সভা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

সদ্য প্রয়াত সাংবাদিক কাজী শরীফ উদ্দিনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত
বিজয়নগর প্রতিনিধি, দৈনিক নবচেতনার প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সদ্য প্রয়াত সাংবাদিক কাজী শরীফ উদ্দিনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুর রহমান উমর খান,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মুন্সি,প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সারুয়ার হাজারী পলাশ, আশরাফুল হক লিংকন,শাহিন চৌধুরী,সাদেকুর রহমান, রুবেল মিয়া,নিহতের বড় ভাই কাজী জাফর, ছেলে কাজী বোরহানুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন,সাংবাদিক শরীফের পাশে প্রশাসন সব সময় আছে এবং উনার ছেলে মেয়ের অভিভাবক হিসাবে দায়ীত্ব পালন করবে প্রশাসন। যেকোনো প্রয়োজনে যেকোনো সময় যোগাযোগ করলে পরিবার তাদের পাশে পাবেন। এসময় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের পক্ষ থেকে ছেলে মেয়েদের কলেজে ভর্তি হলে বিনামূল্যে পড়ানোর ঘোষণা দেওয়া হয়।এসময় উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা সাংবাদিক শরীফের জীবনী নিয়ে আলোচনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনায় দোয়া করেন।
মো,জিয়াদুল হক বাবু