বিজয়নগরে বাল্যবিবাহের অপরাধে কণের বাবাকে জরিমানা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২২ শুক্রবার (১৩ মে) দুপুরে বিজয়নগরে বাল্যবিবাহের অপরাধে কণের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ এই জরিমানা প্রদান করেন।জানা যায়, উপজেলার ইছাপুরা ইছাপুরা গ্রামের মোজাম্মেল হক কাইয়ুম মিয়ার মেয়ে ১০ম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে উপজেলার সাটিরপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলের সঙ্গে মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায়। এসময় কণের বাবাকে জরিমানা করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ বলেন, ১৫ বছরের স্কুল ছাত্রীকে গোপনে বাল্যবিবাহ দেওয়ার সময় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে ও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কণের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং কণের বাবা-মায়ের কাছ থেকে ১৮ বছর আগে বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা নেওয়া হয়। Related posts:আলহাজ্ব আনোয়ারা বেগমের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশবিজয়নগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুস্টিতমুক্তিযুদ্ধে বিজয়নগর Post Views: ১৩২ SHARES আইন-আদালত বিষয়: