মোক্তাদির চৌধুরী এমপি উন্নয়ন অগ্রযাত্রায় মাইটিভির সম্মাননা স্মারক গ্রহন

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২

দেশের জননন্দিত টেলিভিশন মাইটিভির একযুগ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অায়োজিত বর্ণ্যাঢ্য অনুষ্ঠানে অসাম্প্রদায়িক চেতনায় ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রুপকার গনমানুষের নেতা বিশিষ্ট সাহিত্যিক লেখক কলামিস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ( সদর ও বিজয়নগর)-৩ অাসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব রবিউল অালম মোঃউবায়দুল মোক্তাদির চৌধুরী কে” উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য ” বিশেষ সম্মাননা স্মারক প্রদানের ঘোষনা দেওযা হয়।অাজ ১৮ এপ্রিল ২০২২ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে মাননীয় সংসদ সদস্যের কার্যালয়ে মাইটিভির জেলা প্রতিনিথি অা ফ ম কাউসার এমরান মাননীয় সংসদ সদস্য জনাব র অা ম উবায়দুল মোক্তাদির চৌধুরী মহোদয়কে বিশেষ সম্মাননা স্মারক টি হস্তান্তর করেন। এসময় সাপ্তাহিক গতিপথ সস্পাদক বিশিষ্ট নারী নেত্রী এডঃতাসলিমা সুলতানা খানম নিশাত, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হেদায়েতুল অাজিজ মুন্না সহ অারো অনেকে উপস্থিত ছিলেন।