পাকিস্তানি যুবকের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২ মালদ্বীপে পাকিস্তানি যুবকের ছুরিকাঘাতে শাহীন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মালদ্বীপের মালে এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। শাহীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, শাহীন মালদ্বীপে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। একই রেস্টুরেন্টে শাহীনের সঙ্গে একজন পাকিস্তানি কাজ করতেন। কোনো এক বিষয় নিয়ে ওই পাকিস্তানির সঙ্গে কথাকাটাকাটি হলে রেস্টুরেন্টে থাকা ছুরি দিয়ে শাহীনকে ছুরিকাঘাত করলে তিনি আহত হন। মালদ্বীপের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা জাহিদুল ইসলাম সুজন শাহীনের মরদেহের সঙ্গে আছেন। তিনি যুগান্তরকে জানিয়েছেন, রোববার ভোরে অভিযুক্ত পাকিস্তানিকে মালদ্বীপের পুলিশ আটক করেছে। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, আমরা শাহীনের মরদেহ দেশে আনার জন্য মালদ্বীপে শাহীনের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছি। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, শাহীনের মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে Related posts:হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণামুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির পশ্চাৎগামী চিন্তার সাথী হতে পারি নাবাসে আসনের অতিরিক্ত যাত্রী নিলে আইনগত ব্যবস্থা Post Views: ১৪৯ SHARES আইন-আদালত বিষয়: